সামনের অজগরের মত রাজপথটা ধরে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিল একটার পর একটা মিছিল। মিছিলের হাজারো কণ্ঠে রাত্রির নিস্তব্দতা ভেঙ্গে অনুরণিত হচ্ছিল, ” আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি ?
লাইটপোষ্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল বাইরের সবকিছু। লুবনা জানালার পর্দাটা সরায়ে আনমনে দেখছিল এসব। এক সময় দেখা গেল , লুবনার চোখ থেকে ঝরে পড়ছে ফোটা ফোটা নদী। লুবনার ঠোঁঠ জোড়া কাঁপছে। লুবনা কি যেন বলতে চাচ্ছে উচ্চ কন্ঠে। কিন্তু কিছুই বলতে পারছে না লুবনা। লুবনা কাঁপছে উত্তেজনায়, লুবনা কাঁদছে অব্যক্ত বেদনায়। অথচ লুবনা এমনটি ছিল না। লুবনা হাসতো। লুবনা গাইতো। সবার সাথে কারণে অকারণে হেসে হেসে কথা বলতো। ওড়নী উড়িয়ে চঞ্চলা হরিণীর মত এদিক সেদিক ছুটাছুটি করতো লুবনা।
একদিনের কথা। সেদিনটি ছিল একুশে ফেব্রুয়ারী। লুবনা বেড়াতে বের হয়েছিল। সাথে ওর ভাই সাব্বির। পাহাড়ী পথ ধরে ওরা অগ্রসর হচ্ছিল। সাব্বির আগে লুবনা পিছনে। সন্ধ্যা নামতে তখনো বেশ দেরী। কিন্তু সারাটা এলাকা তখন কুয়াশার স্বপ্ন চাদর মুড়িয়ে আসন্ন রাত্রির অপেক্ষায়।
” ভাইয়া , আমাকে বাঁচাও ” — লুবনার করুণ আর্তিতে সাব্বির পিছনে চোখ ফেরাতেই দেখে চারজন যুবক লুবনাকে ধরে রেখেছে “। ” আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন ” — লুবনার প্রচণ্ড প্রতিবাদে ওরা টললো না মোটেই। ” খামোশ, খারাপ হবে ” — সাব্বিরের কণ্ঠেও একই আওয়াজ। ” হ্যালায় কয় কি! এতদিনে একটা পাখি মিলল, তাও আবার ছাড়ুন। কত সাধের আবদাররে ” —ওরা বললো। সাথ সাথই সাব্বির পুনঃগর্জে উঠল প্রচণ্ড শব্দে — ” খামোশ “। মুহুর্তেই দ্রুম দ্রুম শব্দে ছুটে আসে কয়েকটা গুলী। সাব্বিরের বুক ঝাঁঝরা হয়ে গেল। সাব্বির লুটিয়ে পড়লো মাটিতে। ফিনকি রক্ত ছড়িয়ে পড়লো চর্তুদিকে। রক্তে লাল হয়ে গেল সমস্ত পথ। গঁ গঁ শব্দ বের হতে লাগল সাব্বিরের মুখ থেকে। কিন্তু বেশীক্ষণ নয়। একসময় বন্ধ হয়ে গেল গোঁগানী। প্রাণবায়ূ খাঁচা ছেড়ে উড়াল দিল অনন্তের পানে।
লুবনা কাছে থেকে সব দেখল। দেখল ভাইয়ার আত্নত্যাগ, দেখল নেকড়ে অরণ্যের দানবীয় উল্লাস। ওরা ওকে সব দেখতে দিল। কিন্তু বেশী দেখা সম্ভব হলো না লুবনার। “ভাইয়া ” — একটা অস্ফূট আর্তনাদ করে অঞ্জান হয়ে পড়ে লুবনা।তারপর কিছুই জানে না লুবনা। সাতদিন লুবনা নেকড়ে অরণ্যের গুহায় ছিল। বিচ্ছিন্ন ছিল আত্নীয়-পরিজন থেকে।
সাতদিন পর সমাজধিকৃত অবাঞ্চিত লুবনা নিস্কৃতি পেল নেকড়ের ছোবল থেকে। পান্নাদের মরা গরুটির মতো অসহায় লুবনা রাস্তার একপাশে পড়ে রইল। সহৃদয় এক পথিকের কৃপায় লুবনা ঘরে এল। সেই থেকে লুবনা বাড়ির বাইরে কোথাও বেরুয় না। হাসে না , গায় না। কথা কয় না। লুবনা কি যেন হারিয়ে ফেলেছে। লুবনা কি যেন খোঁজে !
এমনিভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। বহতা সময়ের স্রোতে লীন হয় একে একে লুবনার দুর্বিসহ মুহুর্ত। লুবনা যেন মৌনতার গভীর সমুদ্রে হারিয়ে যাওয়া এক নিস্প্রাণ পাথর। শুধু ফেব্রুয়ারী এলে লুবনা জানালার পাশে যায়। লুবনা কাঁদে। লুবনা কি যেন বলতে চায়।
(প্রকাশিত– দৈনিক যুগান্তর’ এ -শীর্ষ দশ অনুগল্প প্রতিযোগিতায় গল্পটি নির্বাচিত হয়েছিল)।