কয়েকটা দিন

কয়েকটা দিন নিজের মত,
কয়েকটা দিন অন্যের মত,
কয়েকটা দিন বোকার মত,
কয়েকটা দিন চালাকের মত,

কয়েকটা দিন ইস্কুলের জন্যে,
কয়েকটা দিন অফিসের জন্যে,
কয়েকটা দিন বাড়ির জন্যে,
কয়েকটা দিন বাইরের জন্যে,
কয়েকটা দিন মাধবীফুলের জন্যে,
কয়েকটা দিন টেষ্টম্যাচের জন্যে,
কয়েকটা দিন ভালোবাসার জন্যে,
কয়েকটা দিন চোখের জলের জন্যে,

এইরকম কয়েকটা+কয়েকটা+কয়েকটা
যোগ দিয়ে দিয়ে কিছুই মেলে না
তবু দিন যায়।

কয়েকটা দিন দিনের মত
কয়েকটা দিন অদিনের মত
দিন চলে যায়।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
তারাপদ রায়- র আরো পোষ্ট দেখুন