হে রজনীগন্ধার স্রষ্টা

না, পূর্ণ হলো না এমনকি একটি বছর; হুমায়ূন, তুমি আবার বেলভ্যূ হাসপাতালের নিবিড় পরিচর্যা-কেন্দ্রে। কেন এমন হলো? কেন এমন হবে? না, আমরা মানি না; আমরা মানতে পারি না এমন অশুভ সংবাদ। এইতো সেদিন তুমি ফিরে এসেছিলো জননী ও জন্মভূমির কাছে। তোমার সাধের নুহাশপল্লীতে। ফিরে যাবার আগে প্রতিশ্রুতি দিয়েছিলে পূর্ণ আরোগ্যের। তারপর ফিরে আসার । রক্ষিত […]