ও মেয়ে যখন, বটঝুড়ি দোলনায়, কাটছে মেয়েবেলা, তোর স্বপ্নে চাঁদের বুড়ি, চোখে তারার মেলা। ভয়ংকর মানুষ রূপি, ক্ষুধার্ত এক কুকুর, কেড়ে নিলো তোর, এক্কা দোক্কা ভোর। ও মেয়ে তোকে ঘিরে, মিডিয়া কর্মী,জুম ক্যামেরা আলোর ঝলকানি, সভ্যতা কি বুঝবে, তোর ব্যথা কতখানি? তোর জন্য সব চ্যানেলে, ধিক্কার প্রতিবাদ, তাতে কি ঘুচবে তোর, জীবনের অভিঘাৎ? ও মেয়ে […]