আজি এ অদ্ভুদ জীবনের ছবি আমি এঁকে চলি বারে বারে জীবনের শত রঙ হাতে তবুএ রঙে ডোবেনি -মোর তুলি যে ছবি এঁকেছি আগে সে কবে ধুয়ে মুছে গেছে তাই এঁকে চলি বারে বারে জানি এও যাবে মুছে -এ জীবনের সাথে আমার এই অদ্ভুদ ছবি কবে গেছে মিশে জীবনের সাথে শেষ হয়েও রয়ে যাবে […]
অদ্ভুদ জীবনের ছবি
কবিতা তোমাকে
ভালোবাসা আজ তোমায় ভাসিয়ে দিয়েছি জলে অশ্রুকনা আমার ভাষা তোমার হৃদয় ‘ পরে অক্ষর গুলো হৃদয় ধ্বনি ধক্,ধক্, কবিতার ছন্দে কাগজ্-পেনের এ আলিঙ্গন সৃস্টি আমার ঔরসে পাওয়া না পাওয়ার স্বাদ কাব্যিক লিলায় মাতে তৃপ্তির চরম সুখ কবিতা তোমাকে–