তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। মন্দিরের পাশে তুমি শোনো নি নিঃশ্বাস? লঘু মরালীর মতো হাওয়া উড়ে যায় জ্যোৎস্না রাতে নক্ষত্রেরা স্থান বদলায় ভ্রমণকারিণী হয়ে তুমি গেলে কার্শিয়াং অন্য এক পদশব্দ পেছনে শোনো নি? তোমার গালের পাশে ফুঁ দিয়ে কে সরিয়েছে চুর্ণ অলক? তুমি সাহসিনী, তুমি সব জানলা খুলে রাখো মধ্যরাত্রে দর্পণের সামনে তুমি এক […]
তুমি যেখানেই যাও
এখন
দারুণ সুন্দর কিছু দেখলে আমার একটু একটু কান্না আসে। এমন আগে হতনা, আগে ছিল দুরন্ত উল্লাস, আগে এই পৃথিবীকে জয় করে নেবার বাসনা ছিল এখন মনে হয় আমার এই পৃথিবীটা বিলিয়ে দেই সকলকে পরশুরামের মত রক্তস্নান সেরে চলে যাই দিগন্ত কিনারে যত সব মানুষকে চিনেছি, তাদের ডেকে বলতে ইচ্ছে হয় নাও, যার যা খুশি নাও, […]
না পাঠানো চিঠি
মা, তুমি কেমন আছ? আমার পোষা বেড়াল খুঁচূ সে কেমন আছে? সে রাত্রি কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙ্গে মাচায় ফুল এসেছে? তুলি কে আমার ডুরে শাড়ি টা পড়তে বোলো। আচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলি কে কত মেরেছি! আর কোনদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য […]
এ রকম ভাবেই, দেখা হলো ভালোবাসা বেদনায়
আমাদের চমৎকার চমৎকার দু:খ আছে আমাদের জীবনে আছে অনেক তেতো আনন্দ আমাদের মাসে দু’একবার মৃত্যু আছে, আমরা একটুখানি মরে আবার বেঁচে উঠি আমরা গোপনে ভালোবাসার জন্য কাঙাল হয়ে প্রকাশ্যে ভালোবাসাকে করি অস্বীকার আমরা সার্থকতা নামে এক ব্যর্থতার পেছনে ছুটে ছুটে কিনে নিই অসুখী সুখ অমরা মাটি ছেড়ে দশতলায় উঠে ফের মাটির জন্য হাহাকার করি আমরা […]
দেখা
-ভালো আছো? -দেখো মেঘ, বৃষ্টি আসবে? -ভালো আছো? -দেখো ঈশান কোণের কালো, শুনতে পাচ্ছো ঝড়? -ভালো আছো? -এই মাত্র চমকে উঠলো ধবধবে বিদ্যুৎ। -ভালো আছো? -তুমি প্রকৃতিকে দেখো -তুমি প্রকৃতিকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছো -আমি তো অণূর অনু, সামান্যের চেয়েও সামান্য -তুমিই তো জ্বালো অগ্নি, তোলো ঝড়,রক্তে এত উম্মাদনা -দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড় […]
প্রেমিকা
কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় ছাদের ঘরে কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক হঠাৎ জুতোর পেরেক তোলে! কবিতাকে আমি ভুলে থাকি যদি অমনি সে রেগে হঠাৎ আমায় ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয় আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি […]