আমার স্তবির ঘুমে কী করে যে শিখাময় অগ্নি থেকে লাফিয়ে উঠলে,প্রেমিকা আমার,যার চিতা সাজিয়েছি নিজে শিল্পের মতন,যাকে অগ্নিলোকে দান করে বলেছি নীরবে বিকশিত হতে থাকো অপর্যাপ্ত বেদনা আমার । তুমি কি আমার মধ্যে সুন্দর ক্ষতের মধ্যে লুকিয়ে ছিলে বাক্যহীন,স্বপ্নহীন,স্মৃতিহীন ? ব্রিজের ওপর থেকে দেখা খসে পরা নক্ষত্রের মতো অস্তিত্বের দিব্য ভাষ্য হয়ে ? যে দিন […]
প্রেমিকা তোমাকে
তোমার পায়ের কাছে
তোমার পায়ের কাছে স্বপ্ন ছিল জলস্রোত ছিল,নক্ষত্র নিবিড় মৌন ছিল। আর গতি ছিল গতিহীনতার দিকে সময় মঞ্জরী। তোমায়ের পায়ের নীচে থেকে যেন সৃষ্টির সূচনা আমি হাত রেখেছিলাম সেখানে শান্তির নিটোল বৃন্ত মুখ রেখে আমি নক্ষত্রপুঞ্জের সুগন্ধি নিলাম,সখি। মন্দিরে বিগ্রহ যদি কথা বলে, যদি দৈববাণী হয় অথবা সঙ্গীত যদি রক্ত মাংসের দেহ পায় আমি বিস্মিত হবো […]
পরাণ মাঝি হাঁক দিয়েছে
অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুইয়ে দাও। খোকাকে শুইয়ে দাও তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও, গায়ে কাঁথাটা টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে তোমার ভুরুর মতো সরু চাঁদ তোমার চুলের মতো […]