অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক তখন আমি ছিলেম শয়ন পাতি। বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক, ধরায় তখন তিমিরগহন রাতি। ঘরের লোকে কেঁদে কইল মোরে, “আঁধারে পথ চিনবে কেমন ক’রে?’ আমি কইনু, “চলব আমি নিজের আলো ধরে, হাতে আমার এই-যে আছে বাতি।’ বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে চোখে ততই লাগে আলোর বাধা, […]

বৃষ্টি

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে

বর্ষণমন্দ্রিত অন্ধকারে  এসেছি  তোমারি এ দ্বারে, পথিকেরে লহো ডাকি     তব মন্দিরের এক ধারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে  এসেছি বনপথ হতে, সুন্দরী,     এনেছি মল্লিকামঞ্জলী– তুমি লবে নিজ বেণীবন্ধে    মনে রেখেছি এ দুরাশারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে   এসেছি কোনো কথা নাহি ব’লে     ধীরে ধীরে ফিরে যাব চলে। কোনো কথা নাহি ব’লে     ধীরে ধীরে ফিরে যাব চলে। ঝিল্লিঝঙ্কৃত নিশীথে    পথে যেতে বাঁশরিতে শেষ গান […]

এসো, এসো, এসো হে বৈশাখ

এসো হে বৈশাখ এসো, এসো, তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে, তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক,যাক,যা্‌ক,এসো, এসো, এসো হে বৈশাখ এসো, এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক। যাক,যাক,এসো, এসো, এসো […]

আমি কেবলি স্বপন করেছি বপন

আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে— তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা- বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে। আমি […]