বর্ষণ মন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে।। বনপথ হতে, সুন্দরী, এনেছি মল্লিকামঞ্জলী তুমি লবে নিজ বেণীবন্ধে মনে রেখেছি এ দুরাশারে।। কোনো কথা নাহি ব’লে ধীরে ধীরে ফিরে যাব চলে। ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতে শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে।। Borsonmondrito ondhokare wshechi tomai e dare
বর্ষণ মন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা– জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥ গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে– জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে যার সাথে তব হল এক দিন মিলনমেলা ॥ জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে । খনে খনে এই চিরবিরহের ভান, ক্ষনে […]
প্রখর তপনতাপে
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার। দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে, “খোলো খোলো খোলো দ্বার॥ বাহির হয়েছি কবে কার আহ্বানরবে, এখনি মলিন হবে প্রভাতের ফুলহার॥ বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা, জানি না কে আছে কিনা, সাড়া তো না পাই তার। আজি সারা দিন ধ’রে প্রাণে সুর ওঠে ভরে, একেলা কেমন ক’রে বহিব গানের […]
ধায় যেন মোর সকল ভালোবাসা
ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে, সাড়া যেন দেয় সে তোমার ডাকে, যত বাধা সব টুটে যায় যেন প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষাভরা থালি এবার যেন […]
ও আমার মন যখন জাগলি না রে
ও আমার মন যখন জাগলি না রে তোর মনের মানুষ এল দ্বারে। তার চলে যাবার শব্দ শুনে ভাঙল রে ঘুম– ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে। মাটির ‘পরে আঁচল পাতি’ একলা কাটে নিশীথ রাতি, তার বাঁশি বাজে আঁধার-মাঝে দেখি না যে চক্ষে তারে। ওরে তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পায় কি আঁখি? এখন পথে […]
তার বিদায় বেলার মালাখানি
তার বিদায় বেলার মালাখানি আমার গলে রে দোলে দোলে বুকের কাছে পলে পলে রে।। গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুন সমীরণে গুঞ্জরিত কুঞ্জতলে রে।। দিনের শেষে যেতে যেতে পথের ‘পরে ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে। সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে কাঁপে সুনীল দিগঞ্চলে রে।। Tar Bidaybelar Malakhani
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি– বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥ তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥ চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, তখনি চলিয়া যাব শেষ হবে খেলা। আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো নব পথিকেরই গানে নূতনের বাণী॥ diyegenu ei bosonter ei gan khani
ভরা থাক, ভরা থাক
ভরা থাক, ভরা থাক… স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক, ভরা থাক… মিলনের উৎসবে তায় ফিরায়ে দিও আনি ভরা থাক, ভরা থাক… বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে, বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে। গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবানী গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবাণী ভরা থাক, ভরা থাক। যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে […]
আজি গোধূলি লগনে
আজি গোধূলি লগনে, এই বাদল গগনে তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে আজি গোধূলি লগনে অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ দিল কি ও অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ লাগিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা […]
আমার মনের কোণের বাইরে
আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥ কোন্ অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে– আছে-আছে নাই রে॥ আমার দুই আঁখি হল হারা, কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে– গুন্গুনিয়ে গাই রে॥ Amar Moner Koner Bahire