জন্ম ও শিক্ষাজীবন মাহবুব উল আলম চৌধুরীর জন্ম ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের রাউজান পৌরসভার গহিরায় আসাদ চৌধুরী বাড়িতে।তার পিতার নাম মরহুম আহমদুর রহমান ও মাতার নাম মরহুম রওশন আরা বেগম। ১৯৩০ সালে মাত্র চার বছর বয়সে তিনি মাকে হারান।তিনি ছিলেন মায়ের একমাত্র সন্তান। তিনি কিশোরকাল অতিক্রম করার আগেই ১৯৪১ সালে তাঁর বাবা মারা যান […]