নাচ তুই নাচতে থাক অবন্তিকা উই-খেকো গোরিলার ঢঙে নাচতে থাক নাচতে থাক নাচ কী হয় কী যে হয় তালে তালে আমি আছি তোর ঘামে নুন হয়ে হাওয়ার সঙ্গে ধুধুমার ট্যাঙ্গো আলোর সঙ্গে ফক্সট্রট কিংবা দোলানো পাছায় মাম্বো রুম্বা বুগি পাসো দোবলে লিকুইড লকিং বোলেরো জাইভ সুইং সকা মুনওয়াক ফ্ল্যামেঙ্গো নাচে কথা বলা বন্ধ রেখে ঘাম […]