আরে কে যুবনাশ্ব না ,এসো এসো,এসো হে সাঙ্গা ঢের দিন পর তোমার আমলের কোন শালা আর বেঁচে নেই ,এই অধম ছাড়া নরক গুলজার করে একা আমিই থেকে গেছি। কি করে যে আজো টেকে আছি ? দেবা না জানান্তি । তবে হয়ে এসেছে বাপ ,আমারো হয়ে এসেছে । চারিদিকে চোখ মারছ , দেখছ কি বাপধন ? […]