তোমার কাছে আসতে চাই কিন্তু আসাটা নিবিড় বাতাসের মতো আমাকে এলোমেলো করে দেয় আমি একটা পাখির মতো তোমাকে ঘুরে ঘুরে উড়তে চাই তোমার চোখ বিদ্যুৎ জ্বালায় অন্ধকারে অন্ধকারে তোমার হাত ধরে অন্ধকার পার হই কোন একদিন কোন একদিন একসঙ্গে থাকব বলে
তোমার কাছে আসতে চাই
আমি ভাবি
যখন তুমি ট্যাক্সিতে উঠে চলে যাও আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখি দূরত্ব বাড়িয়ে তুমি চলে যাও আমি হাত বাড়িয়ে দূরত্ব কমাতে কমাতে তোমার দিকে যাই তবু দূরত্ব কমে না ভালোবাসা কি দূরত্ব, ভালোবাসা কি চলে যাওয়া আমার চোখে দূরত্ব কমে না কুয়াশায় ভরে যায় চারদিক পৃথিবীর সব কান্না শিশির হয়ে জমতে থাকে […]