পাগল বৃষ্টির সঙ্গে শোনা গেল পাহাড়ের ওপার থেকে আসা বাঘের গর্জনের মতো মেঘের ঘন-সবুজ ডাক। থেমে থেমে গজরাচ্ছে; কিন্তু হুড়মুড় করে ভেঙে পড়ল হাওয়ার দাপট, যেন এতক্ষণ কেউ হাওয়াগুলো আঁটি বেঁধে রেখেছিল, কোনো চঞ্চল তরুণী যেন খবর পেয়ে সব ঢেউয়ের আঁটির মুখ একে একে খুলে দিচ্ছে কাপড়ের কুঁচি দেওয়ার মতো ঢেউ-খেলানো হাসিতে হাসিতে। দরজা-জানালা বন্ধ […]
স্বপ্নসমুদ্র
২০১৬ ভালোবাসার বছর
আমার পৃথিবীতে দিনের পর রাত্তির এসে চড়াও হওয়ার মতো প্রাত্যহিক এক সময়ে সে ছিল না, আমি ছিলাম। ওর জগতে সে রকম সময়ে আমি ছিলাম না, সে ছিল। পরে এক সময় জানতে পারি, ওর আকাশে তারাভরা ছায়াপথ ছিল। আমিও সে রকম ভেবেছি মনে পড়ল সঙ্গে সঙ্গে, তারাভরা ছায়াপথ ছিল। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি, আমার গ্রামের বাড়িতে […]