আমি নাকি পুরাতন, বিরক্তিকর আমার ভালবাসার ধরন,তাইতো দুরে রও নির্জীব আমায় ফেলে অকারন ছিঁড়ে বন্ধন একা হারাও বারে বার…। ভেবনা আমিও চৌকাঠ পেড়বো তোমার বুকের, নিয়ে মেনে পরাজয় পরিহাসের, তুমি যেভাবেই চাও, হব সেরকম খোলস ফেলি পুড়িয়ে লাভায় হব শক্ত-আধুনিক হব কাঙ্খিত পশু-প্রেমিক…। শুধু বলব না তোমায় আগের মত কতটা ভালবাসি! এ বুকের ভালমানুষী প্রেমিকটাকে […]
যেভাবেই চাও…
তোমার জন্য আমার ২০৬ টি হাড়…
তুমি আমার কাছে চেয়েছো রাবীন্দ্রিক চেতনা, এটেঁল মাটি দিয়ে তৈরি পুতিঁতে আমার নীল তুলির আচড়ের স্বস্তা গহনা, তুমি আমার কাছে চেয়েছো ভাঙ্গনহীন নদীর স্বপ্নীল পাড়, আর একই সাথে থেকে রঙ্গধনুর রঙ্গে বুঁনতে আমাদের একটি কুড়ের আচঁল, হাহ্ … কি সব পুরাতন সাধ। বরং তোমায় আমি দেব ২০৬ টি হাড়, বুকের খাঁচার ভেতরের হৃৎপিন্ড,ফুসফুস, আর আমার […]
আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে…
আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে বাংলাদেশ পর্যন্ত রক্তিম কতগুলো স্বপ্নময় কবিতা। আর ভালবাসি,-আমার সোনার বাংলা, আর ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি ! ভালবাসি ‘মা’, মায়ের ও বাছা! ও সোনা! মায়ের কুটির থেকে আরম্ভ করে অশ্রূস্নাত বিস্তৃত পথ পেরিয়ে রাজপথ ধরে শহীদ মিনার পর্যন্ত অসীম প্রতীক্ষা ভালবাসি, আমার মত মাও ভালবাসেন এই পথ চেয়ে বসে […]