উত্তর-বিশ্বায়নে তুই অবন্তিকা একেবারে পালটে গিয়েছিস রেড ওয়াইন সফ্ট ড্রাগস ক্যাজুয়াল সেক্স দ্রুতিদেবী হতে গিয়ে পুড়ে ঝামা হয়ে গেলি কিনা চাকরি বদল শহর বদল করলি কতবার এই নিয়ে মন তোর ভরে না কিছুতে টানা কাজ স্মার্টফোন প্রোজেক্ট রিপোর্ট কাঁধে ল্যাপটপ কোক বারগার পিৎজা সিগারেট রাত জেগে সপ্তাহান্তে বিঞ্জ পার্টি নতুন মডেল-গাড়ি পালতু বয়ফ্রেন্ড হাইহিলে দৌড়ে […]
দ্রুতির দেবী তুই, ডারলিং অবন্তিকা
ডেথ মেটাল
মুখপুড়ি অবন্তিকা চুমু খেয়ে টিশু দিয়ে ঠোঁট পুঁছে নিলি ? শ্বাসে ভ্যাপসা চোখের তলায় যুদ্ধচিহ্ণ এঁকে ডেথ মেটাল মাথা দোলাচ্ছিস চামড়া জ্যাকেট উপচে লালনীল থঙ গলায় পেতল-বোতাম চোকার ঝাপটাচ্ছিস সেকুইন গ্ল্যাম রকার খোলা চুল কোমরে বুলেট বেল্ট বেশ বুঝতে পারছি তোকে গান ভর করেছে যেন রমণখেলা স্ক্রিমিং আর চেঁচানি-গান তোর কার জন্য কিলিউ কিলিউ কিল […]
প্রজাপতি প্রজন্মের নারী তুই চিত্রাঙ্গদা দেব
রবীন্দ্রনাথ, এটা কিন্তু ভালো হচ্ছে না চিত্রাঙ্গদা বলছিল আপনি প্রতিদিন ওকে রুকে নিচ্ছেন আপনাকে সাবান মাখাবার জন্য বুড়ো হয়েছেন বলে আপনি নাকি একা বাথরুমে যেতে ভয় পান আর হাতও পৌঁছোয়নাকো দেহের সর্বত্র চুলে শ্যাম্পু-ট্যাম্পু করা পোশাক খুললে আসঙ্গ-উন্মুখ নীল প্রজাপতি ওড়ে ওরই শরীর থেকে আর তারা আপনার লেখা গান গায় এটা আপনি কী করছেন […]
নাচ মুখপুড়ি
নাচ তুই নাচতে থাক অবন্তিকা উই-খেকো গোরিলার ঢঙে নাচতে থাক নাচতে থাক নাচ কী হয় কী যে হয় তালে তালে আমি আছি তোর ঘামে নুন হয়ে হাওয়ার সঙ্গে ধুধুমার ট্যাঙ্গো আলোর সঙ্গে ফক্সট্রট কিংবা দোলানো পাছায় মাম্বো রুম্বা বুগি পাসো দোবলে লিকুইড লকিং বোলেরো জাইভ সুইং সকা মুনওয়াক ফ্ল্যামেঙ্গো নাচে কথা বলা বন্ধ রেখে ঘাম […]
স্প্যাম প্রেমিকা
বাঃ বেশ ! আচমকা ঢুকে এলি ডেস্কটপে, ইমেলের সঙ্গে তোর ফোটো বহুরূপী আদুল-গা, কুচকুচে হাসিমুখে ডাকছিস কালো সঙ্গমে দেখছি গোগ্রাসে তোকে বদল্যারের জান্তব ভেনাস ভুলভাল ইংরেজি তলপেটে “আই লাভ ইউ” লিখে কৃষ্ণকলি হুকার ললনা তোর ফাঁদপাতা প্রেম-নিবেদন নরম উপাস্য উরু জাদুটোনা-করা নখে রঙ না রক্ত রে, কোন দেশ থেকে এলি মুখপুড়ি কেনিয়া উগান্ডা জাম্বিয়া বুরকিনা […]
তোর বহির্মুখ, মুখপুড়ি
তোর বহির্মুখী দেহ, আদরক্লান্ত ঘামে, মুখপুড়ি মেছোমেয়ে আলুথালু মরশুমে, বেড়ে ও ফিকিরহীন, অপপ্রচারে, বুঝলি জাহাজ ভাসাতে চাইছে পিম্পদের ঘোড়েল জোয়ারে ! হাউ সিলি ! নো ? কী বলিস, ডারলিং, সুইটি পাই ? তোর নাব্য নগ্নতা গ্লসি কাগজের চারু মলাটে হেলান দিয়ে পুজো সংখ্যার মোটা বেহেডদের পাশে শুয়ে করছেটা কী ? বল তুই ? তোর কোনো […]
সবুজ দেবকন্যা
ওঃ তু্ই-ই তাহলে সেই সুন্দরী দেবকন্যা তুলুজ লত্রেক র্যাঁবো ভেরলেন বদল্যার ভ্যান গঘ মদিগলিয়ানি আরো কে কে পড়েছি কৈশোরে, কোমর আঁকড়ে তোর চলে যেত আলো নেশা আলো আরো মিঠে ঝলমলে বিভ্রমের মাংস মেজাজি রঙে বড় বেশি সাজুগুজু-করা মেয়েদের নাচে স্পন্দনের ছাঁদ ভেঙে আলতো তুলে নিত মোচড়ানো সংবেদন কাগজে ক্যানভাসে অ্যামস্টারডাম শহরের ভিড়েঠাসা খালপাড়ে হাঁ […]
ম্যালেরিয়া
দেখলি তো অবন্তিকা মশাবধুরাও তোর প্রেমিকগুলোর রক্ত চেনে ! মেঝেয় ছড়ানো তোর গুঁড়োগুঁড়ো মুখচ্ছবি উড়িয়ে পড়েছে সটকে তোর যত পার্টটাইম সুবেশ ডিউডদল । জ্বরদেহ চাইছে রে জড়িয়ে ধরুক তোর গা-ময় ছড়ানো শীত– নিভিয়ে ফেলুক কেউ তাপের স্হানিক নিম শুকনো ঠোঁটের শ্লেষে যা তুই চিরটাকাল আমারই জন্য শুধু রাখলি ঘুমের ভানে— এরম ব্যবস্হা ভালো অন্তত তাহলে […]
নয়নিমা
ব্যায়াম করিস তুই অবন্তিকা, নরম গোলাপি ম্যাটে শুয়ে, মিহি মিহি বাজনায় বডি তোর মৃদঙ্গ তালের ঢঙে ফুল-অন উরুকে ফোলায় পা দুটো ওপরে ওঠে, উলঙ্গ সাঁতারু, আয়নার পারা গুঁড়ো গুঁড়ো ভাসাস সঙ্গীতে ধোয়া উড়ন্ত বকের ডানা, কাকে দিবি বলে কাঁচা মাটি মাখছিস আঁটোসাঁটো লোভনীয় পাছাকে দুলিয়ে ?
প্রিয়াংকা বড়ুয়া
প্রিয়াংকা বড়ুয়া তোর ঠোঁটের মিহিন আলো আমাকে দে না একটু ইলেকট্রিসিটি নেই বছর কয়েক হল আমার আঙুলে-হাতে তোর ওই হাসি থেকে একটু কি নিভা দিবি আমার শুকনো ঠোঁটে যখনি বলবি তুই কবিতার খাতা থেকে তুলে দিয়ে দেব তোকে আগুনও আছে নাকি তোর দেহে কোনো খাঁজে চাইতে বিব্রত লাগে জোনাকির সবুজাভ […]