চড়াই

মদ না খেলেও স্ট্রোক না হলেও আমার পা টলে যায় ভূমিকম্প উঠে আসে বুকে ও মাথায় মোবাইল টাওয়ার চিত্কার করে চড়াই পাখীরা পরে থাকে মরে ওদের আকাশ ফুরিয়ে গেছে আকাশ চুরি করেছে তস্করে পরে থাকে, বড়ই একাকী চড়াইপাখি পালকে কী জংলি ছাপ ঠোঁটে, চোখে লেগে ও কি নীল পাশে থাকে খড়কুটো, একে ফর্টিসেভেন এভাবেই শেষ […]

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না

যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি- যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি- আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ […]