প্রেম

প্রেম দ্যাখো বয়স মানেনা কোনদিন ছোটবড় তালার মতো সব বয়সের কপাটে ঝুলে পড়ে হঠাৎ প্রেম, সবুজ নিসর্গ থেকে পলাতক কয়েদীর মতোন নিঃশব্দে বেরিয়ে আসে দ্রুত ঠাঁই নেয় বিভিন্ন লোকালয়ে; খেলা করে সকাল বিকাল তোলপাড়ে ভেঙে যায় নীলিমার আজীবন আশীর্বাদ-গড়ে তোলে সুখ-দুঃখ পড়ে থাকে বয়স্কদের দারুণ চোখ প্রেম, সেতো বয়স মানে নি কোনদিন- বুঝি তাই তীক্ষ্ণ […]