চোখ

তোমার চোখজোড়া পাঠ-অভ্যাসের মতো পড়ে আছে আমার পড়ার টেবিলে আমি তোমার চোখের মুখবন্ধ খুলি, খুঁজি কাঁচল পংক্তি ভূমিকার একাগ্র শিকড় প্রণয়, তোমার চোখ জোড়া সমুদ্র অ্যাকুরিয়াম যেন দূর কৃষ্নবিন্দুর মাছ ফেনায়িত সাদা ক্যানভাসের মুখ পড়ে আছে আমার ঋজুময় ইজেলে । আমি তোমার চোখের রং মুখস্থ করি তোমার চোখ জোড়া পাহাড়ের ঢালু পথ, সমতলে গড়ে ওঠা […]

বোবা মেয়েটিকে

তোমার পৃথিবী নিঃশব্দচারী রাতের করতল দেখে, শব্দহীন একা তুমি। নিঃশব্দে ভেসে যাও আলোকিত স্বপ্নের বেহুলা ভেলায়। আর অন্ধকার তোমার শব্দহীনতায় হাসে, যেন কংস প্রতিবাদহীন পজার সম্মুখে, তুমি পার না থামাতে তার হাসি, পার না দিতে নিস্তব্ধতার বধির প্রান্তরে কোন অখিল সীমানা। তোমার নিস্তব্ধতা ক্রমশ বিস্তারিত হচ্ছে আলো থেকে অন্ধকারে অস্তিত্ব থেকে অস্তিত্ব ভাঙনের ঢলে, তুমি […]

ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

ভালোবেসে কি ফতুর করা যায় ? ভালোবাসা ফতুর হয় না কখনো তবে আমি তোমাকে ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো তোমার ভালোবাসা এক সময় ফুরিয়ে যাবে আমার ভালোবাসার আজন্ম উত্তাপে বাষ্পায়িত হবে তোমার ভালোবাসা আমার ভালোবাসার গতি ও তীব্রতায় ম্রিয়মান হবে জলে, অন্তরীক্ষে ভালোবাসা-স্থলের অতি ব্যবহারে, হবে তুমি প্রাচীন কোন নৃতত্বের সন্ধান নতুন প্রেমিকের কাছে […]

ভালোবাসা মানে বিচ্ছিন্নতা

অর্থহীন তোমার খেদ-উক্তি সব জ্বালিয়ে দিল আমার যা-কিছু বলার এবং লেখার উচ্চারণ এখন ছাই হয়ে বাতাসে ভাসে আর আমিও ভাসি শূন্যতার ভস্মিত অংশে হঠাৎ কখনো যদি বৃষ্টি নামে মাটিতে হয়তো পলি বাড়বে তোমার মনেও আবার নতুন অঙ্কুর সবুজ পাতারা দুলবে হয়তো স্মৃতি-উলকির বাতাস না-বলা কথা শুনতে চাইবে, না-লেখা কবিতার শব্দ একতরফা চাপিয়ে দেয়া অভিযোগের ঘানি […]