আমায় ঘৃণা দাও, তোমায় এক জোড়া রক্ত গোলাপ তুলে দেবো- সেই পুস্পবক্ষ ছিঁড়ে বেড়িয়ে আসবে তিনশটি সাপ, ফণায় ফণায় চেখে নেবে শরীরী রক্ত তোমার চোখ, পাঁজর, কুমিরি হৃদয়; তোমার ঘৃণা পরাজিত হবে সেদিন আমার ভালবাসা এতটাই বিষধর !! ফুল নেবে, ফুল- বেগুনি- গেরুয়া গোলাপ ফুল; আমায় ঘৃণা দাও, আমি নিষিদ্ধ গোলাপের মালি ।। […]
প্রতিশোধের মালি
রুমালি ডানায় আবেদন
আমি তো মেঘ ছুঁতে চেয়েছিলাম কেন তুমি হাত বাড়ালে ? ছুঁয়ে গেলাম তোমাকে, নমনীয় মাঝরাতে; তুমি আমার মেঘ হবে ? আমি তো কেবল জল ছুঁতে চেয়েছিলাম তুমি কেন ডুবিয়ে দিলে ? ডুবে তোমার হোলির খেলায়, ছুঁয়ে গেলাম রঙ-বেরঙে তুমি আমার জল হবে ? ছুটেছিলাম আমি রোদ পোহাতে কেন পথ হারালে ? হারানো পথের সঙ্গী […]
নববর্ষের ভিড়ে
আকাশের তখনও ঠিক মত ঘুম ভাঙে নি হালকা আলো ছড়িয়েছে মাত্র, চারদিকে কত উৎসব আজ ! কত আয়োজনে ব্যস্ত মঙ্গল শোভাযাত্রা- বিছানা ছেড়ে উঠেই খুঁজেছিলাম তোমায়; গতরাতের স্বপ্নটা পুরো রাত মাতিয়ে রেখেছে ! নাহ ! আজ তোমায় দেখতেই হবে ! নাহলে এই চোখে লেগে যাবে অবাঞ্ছিতের কালি । পাঞ্জাবী পড়েই ভোঁ দৌড়- রিকশা চেপে […]
বিলাপ অথবা আরেকটি ভালবাসার কবিতা
গ্রিলের ফাঁকে মখমলে চাঁদ পেড়িয়ে ঠিক দু’পা এগুলেই যে মেলা বসে নিশি-লগ্নে, সেই তারার মেলা নেমে আসুক আজ ছুঁয়ে যাক হাজার শতাব্দীর তৃষ্ণা তোমার চোখ রাঙিয়ে যাক জোনাকের পাপড়ি, এলোমেলো চুলে এঁকে যাক বিভূঁই রুপালি জলে চুপচাপ আমার হয়ে থেকো !! মহাকাশের নক্ষত্র খুলে ছায়াপথ যে মালা বানিয়েছিল সুতোর মায়াজালে, তুমি তাকে […]
আমি কবি নই
অনেক যুগ কবিতা লিখিনা ফ্যাকাসে হয়ে যাচ্ছে কালির দোয়াত, কাগজের পাতা সন্ধিকাল পেড়িয়ে হুট করেই বুড়িয়ে গেছে গতরাত; তবু কবিতা লিখতে পারিনি বহুকাল ওরা এখন আর আসে না, একঘেয়ে কবিতা সাজাতে সাজাতে ওরা ক্লান্ত, আমি ছন্দ-প্রতিবন্ধী ।। কী দোষ আমার ? পুরোটা জীবন যে হাতে তুলে নিয়েছি কলম সেই হাত যখন তুলে নেয় অস্ত্র, […]
নিখোঁজ হবে ছেলেটি
সব ভুলে যাবে একদিন হয়তো কবিতার পাতাগুলো খুলেও দেখবে না একদিন ঘৃণায় ভেজাবে দুচোখ ভুলে যাবে হয়তো- তার কথা ভেবে হাসি ফুটবে না ।। অথবা ফিরিয়ে দেবে সব স্মৃতি তোমায় ভালবাসার অধিকারটুকুও, ধুয়ে মুছে নিয়ে যাবে অন্য কারো জন্যে । বিশ্বাসের প্রদীপ থেকে সেদিন প্রবল আক্রোশে হানা দেবে অঙ্গার; তবু কিছুই হবে না- তাকে […]
জলছবি বাতায়ন
মুঠোফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলে নিঃশ্বাসের গভীরতায় বুঝেছিলাম তবু বলেছিলাম খানিক কথা; অবচেতন চোখের পাতায় চুপিচুপি গতকাল কত কিছুই ঘটে গেল !! গতকাল স্বপ্নে এসেছিলে আমি ঘুমনোর আধ-চন্দ্রিমা পর ঘুমের ভেতর চোখের চারপাশ কেবল আলো, এত আলো নিয়ে কেন এসেছিলে জানিনা । চিলেকোঠার জানালার মত মৃদু কম্পন অনুভব করেছিলাম, তুমি কাছে এসেছিলে, অকম্পিত […]
হয়তো কোন আগাছা…
নিয়ন মোহনায় অস্ফুট আলোর উৎসব আড়মোড়া ভাঙে ঠিক তখনই নিভৃত স্বপ্নেরা হাতছানি দিয়ে যায় একটু একটু করে, খুব যতনে ধীর পায়ে, কত আলোর পায়তারা হতাশা মাড়িয়ে যায় !! কত জলরঙ ছবি রাঙিয়ে নেয় নিজেকে নববধূর সাজে,পুরো শহর যেন উৎসবে আজ ভীষণ মাতাল । তবু একটি ঘরের ভেতর আজো আঁধারের বাস বন্দী হয়ে থাকে […]
জমানো কৃষ্ণচূড়ায় উদ্বাস্তু রূপকথা
রাজকন্যা, ভালবাসি বললেই এভাবে কেঁপে ওঠো কেন ? ঘৃণা যখন করতেই পারবেনা; একটু না হয় ভালবাসো আমায় ।। ধীরে ধীরে ভালবেসে ফেলেছ, তাই না ? তাইতো এত অপ্রস্তুত কথোপকথন- অনভ্যস্ত লাজুক হাসি ! অভিমানী বয়স ফেরাতে পারেনি, উষ্ণ বুকে মাথা চেপে খুঁজে পেতে চাও নিজের ছায়া; যেমন চুপি চুপি এসেছিলাম একদিন তুলতুলে গালে একটু […]
তুমি যদি আমায় ছেড়ে যাও
তুমি যদি আমায় ছেরে যাও যদি ফোঁটার আগেই ছিঁড়ে ক্ষত-বিক্ষত করো পুস্প মিছিল অথবা আমার সিক্ত ভালোবাসা; জেনে নিও তবু আজন্ম প্রতীক্ষা শেষ হবে না- তোমার চারপাশ শুধুই সুগন্ধি ছড়িয়ে যাবো । যদি আজ চলে যাও যদি পিছু ফিরে না তাকাও, অধিকার কেড়ে নিতে পারবে না হুতোম পেঁচার মত তোমার আঁধার পাহারা দেবো ।। […]