তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার

তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার। তব সংগীতে আমি ছিনু সুর, নৃত্যে নূপুরছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ। কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায় আজিও এসেছি তেমনই আশায় লয়ে স্মৃতি […]

আমার মা যে গোপাল সুন্দরী

আমার মা যে গোপাল সুন্দরী যেনো এক বৃন্তে কৃষ্ণ কলি অপরাজিতার মঞ্জরী…।। মা আধেক পুরুষ অর্ধ অঙ্গে নারী আধেক কালি আধেক বংশীধারী মার অর্ধ অঙ্গে পীতাম্বর আর অর্ধ অঙ্গে সে দিগম্বরী আমার মা যে গোপাল সুন্দরী…।। মা যে পায়ে প্রেম কুসুম ফোটায় নুপুর পরা সেই চরণ মার সেই হাতে রয় সর্প বলায় যে হাতে প্রলয় […]

আবার ভালবাসার সাধ জাগে

আবার ভালবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ, আমার চোখে আজ নূতন লাগে । যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধুলি রাগে । আবার ফাগুন সমীর কেন বহে ? আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে । তব বনের বুকে ঝরণা সম কে […]

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে। পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্‌তে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে আজিকে মরন সাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে আলোর খেয়া হারায় যেথা, আলোর খেয়া হারায় যেথা, সেই আঁধারে ভাসতে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে। গহীন রাতে ডাকে আমায় এলে […]

কেন কাঁদে পরান

কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।। সে সাথে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে সাতাশ তারার সতিন সাথে সে যে ঘুরে মরে কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।। কাজল করি যারে রাখি গো আঁখি পাতে , স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে । বুকে […]

বিদায়-বেলায়

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না। ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান গেয়ো না।। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ দেখি আর শুধু […]

দারিদ্র্য

হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌। তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস, অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস; উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার, বীণা মোর শাপে তব হ’ল তরবার! দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস, অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস, অকালে শুকালে মোর রূপ রস প্রাণ! শীর্ণ করপুট ভরি’ সুন্দরের দান যতবার নিতে যাই-হে বুভুক্ষু […]

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (মে ২৫, ১৮৯৯ – আগস্ট ২৯, ১৯৭৬), বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় […]

মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল । কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা । বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল । মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল […]

প্রিয় মতিহার

১৫ জুলিয়াটোলা স্ট্রিট কলিকাতা ৮/৩/২৮ সন্ধ্যা প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতা। উপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিলো, অসুখ বেড়ে ওঠায় আসতে পারেনি। দু চার দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছিনে। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাবো। অবশ্য দু দশ দিনের জন্য। যেখানেই যাই আর কেউ […]