আমি যখন তোমায় হারালুম, তখন দুজনেই খোয়ালুম আমি কেননা তুমিই এমন যাকে সবচেয়ে বেশি ভালোবাসতুম আর তুমিও কেননা আমিই এমন যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসত কিন্তু দুজনের মধ্যে সবচেয়ে বেশি হারিয়েছ তুমি কারণ আমি তো অন্যদেরও ভালোবাসব যেমন তোমায় বাসতুম কিন্তু আমার মতো কেউই তোমায় ভালোবাসতে পারবে না। অনুবাদ : মলয় রায়চৌধুরী