মুর্গির দোকানের লাইন মৃত্যুর থেকেও লম্বা। স্যাঁতস্যাঁতে দিন রক্তাক্ত বাতাস স্বপ্ন উদাসীন। প্রতিবাদী মন অর্বাচীনের আবিষ্কার। Critical mind এবে obsolete আপোষবিহীন জীবন আজ onsite call-এ ব্যাস্ত। হিসাবের খাতা মিলিয়ে মিলিয়ে পা ফেলি সাজানো বাগানের মত একটা দিন স্বপ্ন উদাসীন রবিবার।
রবিবার
জবানবন্দী
তারাহীন নক্ষত্রবিহীন আকাশ আছে চেয়ে। রাতভর গুলি চলার পর প্রথম সকালের স্বচ্ছ আলোর কিরণ কাঁচের ফলার মত এফোড়-ওফোড় করছে আমাকে রক্তে ভিজে যাওয়া শহরের অযাচিত এক কোনে লাল ওই গোলাপের মনে দেখো দেখা দিয়েছে ভোরের প্রথম শিশির জানি তোমরা শুনবে না তবু বলি এ রক্ত, এ গরল আমার নয়। আমার ছিল তারায় ভরা নক্ষত্রখচিত রাতের […]
কাছের মানুষ
কালো রাতের জানলার ফাঁকে একফালি নাগরিক আকাশ আমার একমাত্র অবকাশ। রংবেরঙের কিছু স্মৃতি শুধু রইল পড়ে রইল দুধে-আলতা বিকেল বেলা অনিদ্রিত স্বপ্নমাখা সে এক রাত কিছু কবিতা, অনেক গান পুরনো কয়েকটা বই। আলো আঁধারে প্রতিক্ষণে যখন রক্তক্ষরণ ঘটে প্রাণে তখন সেই স্মৃতি হাতড়ে খুঁজে বেড়াই কাছে দূরে, নীলাভ আকাশের সবুজ ছায়ায় মুহূর্তের নিঃসঙ্গ স্তব্ধতা।