ঝড় বাতাস বয়ে যায় তাপদাহের অবসরে ক্ষন্দিত পৃথিবী তবুও তার ছোয়া পায় না অবসন্ন, হে বিধাতা! প্রাথনার প্র্তিটি অক্ষরে আমাদের দাও পবিত্রতা। ম্রিয়মান সত্তাকে আঘাত করেছি তবুও লাভ ক্ষতির হিসাব মিলে না ব্যস্ততায় চোখ আজ অন্ধ পুজি করে কল্পিত বাস্তবতা ঝড় বাতাস বয়ে যায়, সময়ের দিকে স্বার্থপরতা তাতে যোগায় নতুন বাতাস হে বিধাতা, […]