এ কোথায়? এ যে এক বনভূমি_ ভীষণ নীরব।
পদতলে পান্ডুর পল্লব।
একদা তো নক্ষত্রের উজ্জ্বল আসব।
একদা যে ভোর ছিল অগি্নময়_ ছিল যে গৌরব
আজ তবে দাঁতে তুলে নিয়েছে বরফ!
শব, কুটিরে কুটিরে শব, জনপদে শব_
এতো মৃত্যু! তবু মৃত্যু পায় না গৌরব
মানবজন্মের গল্পে যদি কেউ না লেখে এসব।
অমাবস্যা ছিঁড়ে খায় পূর্ণিমার রুপালি বৈভব।
বাস্তবতা? নাকি তবে এ পরাবাস্তব!