পাখি ওই অপেক্ষায় মেলে দিয়ে ডানা
খুঁজে নিচ্ছে
আকাশের নীলের ঠিকানা।
আমিও উড়াল দেবো,
সোনার গুঁড়োর মতো আলো মেখে নেবো
ডানায়!
যে-ডানা আমি শব্দে শব্দে পাবো
রূপকথা রঙিন ছটায়,
নিচে ফেলে যাবো
পৃথিবীর অন্ধকার, ধসে পড়া ঘর_
উড়ে যাবো
তবুও তো নিজেরই ভেতর!_
যেখানে করণ আজও করে
শিল্পবোধ
এবং ভোরের আলো, দুপুরের রোদ।
আমি সেই রোদ্দুরের নীলে ডুবে যাবো,
তোমাদের স্বপ্নগুলো
আবার মেলাবো
আমার বিন্যাস ছকে_
যেন বাড়ি ঘর
আবার তুলতে পারি, যেন কণ্ঠস্বর
আবার ভরিয়ে তোলে
মানব-সংসার_
সোনালি ডানায় তাই কলম আমার