কী কথা তাহার সাথে? তার সাথে? প্রশ্ন প্রেমিকের
যখন প্রেমিকা তার কথা বলে অপরের সাথে।
ওটি কি কাব্যেই শুধু? ওই ভাষা- জীবনানন্দের।
এখনও কি তরুণ প্রেমিক তার প্রমিত ভাষায়?
পথ চলতে থেমে যাই!- ওর লগে তুই কি করোস?
কিয়ের প্যাচাল এত? উত্তরে সে, তুই কি জেলাস?
দিন পরে দিন যায়, সরোদের টংকারে খরজ।
বানরের হাতে খন্তা- বাংলা আজ ব্যবহৃত লাশ।
কে তাকে আবার দেবে প্রাণ ফিরে জীবন ফুৎকারে?
কে আছে প্রেমিক আজও হৃদয়ের এবং ভাষার?
মানুষ যদি না নামে পাঁক থেকে প্রতিমা উদ্ধারে!
পঙ্গু যদি তবু তারই দায় আজ পাহাড় ভাঙার।
কী কথা তাহার সাথে? শুধু এই- শব্দ চেতনায়
প্রেমিকের অমাবস্যা চিরে যাক ভাষা পূর্ণিমায়
১৩ ফেব্রুয়ারি ২০১৩, ঢাকা