দুলে উঠছে ফুলের অজস্র পতাকা
উধাও ছাত্রদের মাঠে
ঘাসের বেয়োনেটগুলো আকাশের দিকে স্থির
পাশেই
ছিন্ন একটা স্তনের বোঁটা মুখে
সমস্ত নিস্তব্ধতায়
দীর্ঘ ছায়া ফেলে
সৈনিক
সূর্যাস্তের প্রতিফলন তার দাঁতে
দুলে উঠছে ফুলের অজস্র পতাকা
উধাও ছাত্রদের মাঠে
ঘাসের বেয়োনেটগুলো আকাশের দিকে স্থির
পাশেই
ছিন্ন একটা স্তনের বোঁটা মুখে
সমস্ত নিস্তব্ধতায়
দীর্ঘ ছায়া ফেলে
সৈনিক
সূর্যাস্তের প্রতিফলন তার দাঁতে