বলছিলাম-
না, থাক্ গে|
যা হচ্ছে হোক, কে খণ্ডাবে
লেখা থাকলে ভাগ্যে|
পাকানো জট,
হারানো খেই,
চতুর্দিকের দৃষ্যপট
এখনও সে-ই–
শক্ত করে আঁকড়ে-ধরা
চেয়ারের সেই হাতল|
বিষম ভয়, কখন হয়
ক্ষমতার হাতবদল|
বলছিলাম–
না, থাক্ গে!
কী আসে যায় হাতে নাতে
প্রমাণ এবং সাক্ষ্যে|
মোড়লেরা ব্যস্ত বেজায়
যে যার কোলে ঝোল টানতে|
সারটা দেশ হাপিত্যেশে,
পান্তা ফুরোয় নুন আনতে|
চোর-বাটপার
সাধুর ভেখে
ফাঁদে কারবার
আড়াল থেকে–
হাতিয়ে জমি, বানিয়ে বাড়ি
করছে টাকা কাঁড়ি কাঁড়ি
কতক সাদা কতক কালো
মারছে কার খোরাক কে|
জানি না যখন কোনো কিছুই
বলাই ভালো
জী-আজ্ঞে|
বলছিলাম কী–
থাক্ গে|