১
চৌবাচ্চাটা আরেকটু বড় হলেই
থাকবে না আর বাচ্চা
সে তখন হবে প্রকাণ্ড তালপুকুর-
বাহবা
বহুত আচ্ছা!
লোকে এক্ষুনি চাঁদ পেতে চায় বলেই
থাকা যাচ্ছেনা সাচ্চা
উপায় কোনই নেই তাই হতে হয় কুকুর-
বাহবা
বহুত আচ্ছা!
২
চৌবাচ্চাটা বড় হতে হতে
জানি হবে তালপুকুর
আপাতত বেশী চাই নাকো মোটে
লোভ তবু এটুকুর-
নুনের সঙ্গে ভাত যেন গোটে
দুটো বেলা খোকখুকুর।।
৩
স্ত্রীকে আপাতত দিতে চাই বচ্ছরকার
শাড়ী একখানা। যে সময়ে দেওয়া দরকার
জানিই তো দেবে ফুঁড়ে আমাদের ছাপপর-
অভাবের হাতে দুগালেতে দুটি থাপপড়
খেয়ে পার হই বৈতরণীটা। তারপর
মাটির মুটুকে রাজা করে দিও, সরকার।।