সব বলে দেব-
তোমার সাথে প্রথম দেখা,
অসংলগ্ন অনুভুতি,
ঘোর লাগা সেই বিকেল, সব|
বলে দেব-
খুব দ্রুত ঘটে যাওয়া অবৈধ কিছু দৃশ্য,
আমি বলব,আমি বুঝি নি বোঝার হেতুও খুঁজি নি|
আমি কেবলই বিরক্ত হতাম-
কারো অস্থায়ি বিয়োগে, অথবা;
উপস্থিতির সতের সেকেন্ডের মিনিটে!
বলে দেব-
লজ্জাহীন ছিল সকাল,
অত্যাচারে রক্তিম ছিল বিকেল,
আরো ছিল অপেক্ষমান দুপুর|
বলে দেব-
ছেড়ে যাওয়ার গল্প,
রিক্ততার অজুত নিজুত সেকেন্ড,
সেই সময়ে পড়া এক একটি উপন্যাসে ঘটতে থাকা ট্র্যাজেডি,
কিছু সম্পূর্ন নাটকের অসম্পূর্ন সমাপ্তি|
বলে দেব-
তখনি গত হওয়া জীবনানন্দের মৃত্যুর রহস্য,
জন্ম নেয়া কিছু নষ্ট কবির নৃত্য,
লিখিত নাটকের স্ক্রিপ্টও হয়েছিল সফেদ, শুধু;
শেষ পৃষ্ঠায় ছিল ছোট্ট একটি কালো বৃত্ত|
শুধু বলবনা-
কোকের ফেনা আর এক গ্লাস লাচ্ছির অস্বস্তিকর রহস্য!!