বেজে উঠুক কাগজের ঘর্ষণ তালপাতার মত। বাতাসে বিশ্রীভাবে বেঁকে যাবে যাক,
তবু তারা পদ্মলোচন হবে না। কাণ্ডে তাদের ভর করবে রাজ্যের আকুতির
দুঃসাহস। চ্যালা চামুণ্ডেরা যখন যেভাবে পারে পদ্মলোচনের সাথে ঝুলে পড়ে পড়ুক।
তবে সাবধান বিপ্লবীরা, মহান কমরেড, তোমরা কাগজের ঘর্ষণ থামিও না। সেই
ঘর্ষণে আত্না শুদ্ধ হোক। শুদ্ধতায় গ্রামের কর্দমাক্ত মাঠ থাক, শহরের বাহারি
বিলবোর্ড থাক। এমনকি হৃদয়ে প্লাস্টিক হৃপিণ্ড লাগাতে পার। বেদনাহত বা
আনন্দাশ্রু যেন তোমাদের ছুঁতে না পারে। তোমাদের শুধু একটিই বদঅভ্যাস থাক।
মাঝে মাঝে তোমাদের কাছে কিছু লোক “শিশুর জন্ম” নিয়ে দালালি করুক।
কমরেড ভ্রুণ থেকে তৈরি হোক নতুন কমরেড। ঘোষিত হোক, আজ থেকে পৃথিবীতে
কোন ভ্রুণ আর অবৈ্ধ নয়, অবৈধ বলে কিছু নেই।