কামরক্ষিতা

ব্যাথাবোধ, দুঃখবোধ, জ্বালাবোধ,
নীল কামরক্ষিতা,
নীলেদের শরীর লাল রক্ত চিতা।
মেঘভাঙ্গা, বৃষ্টির নীড়ে, ধূসর ঘেরাটোপে,
কামরক্ষিতা ভুল,
কে দিবে তার অরক্ষিত ভুলের মাশুল?
মেঘ মাল্লা, রাস্তা জট, ফড়িং বেগ,
কামরক্ষিতা পথ,
কে নিবে দিশেহারা পথেদের মত?
মেরুলতা, সৌমিনতা, মৌমিনীতা,
কামরক্ষিতা ভালবাসা,
আদিম ভালবাসারা সারিবদ্ধ অন্তঃপুরবাসিনী সংস্থা।
গৃহবাসী, পরবাসী, যাযবর,
কামরক্ষিতা স্বপ্ন,
সেই স্বপ্নেরা আজ বাজারেও ক্ষুণ্ন।