ইলেকট্রার গান

শ্রাবনের মেঘ আকাশে জটলা পাকায়
মেঘময়তায় ঘন ঘন আজ একি বিদ্যুত জ্বলে।
মিত্র কোথাও আশে পাশে কেউ কোথাও নেই, শান্তি উধাও;
নির্দয় স্মৃতি মিতালী পাতায় শত করোটির সাথে।

নিহত জনক, এ্যাগামেনন্‌, কবরে শায়িত আজ।

সে কবে আমিও স্বপ্নের বনে তুলেছি বনে গোলাপ,
শুনেছি কত যে প্রহরে প্রহরে বন দোয়েলের ডাক।
অবুঝ সে মেয়ে ক্রাইসোথেমিস্‌ আমার সঙ্গে
মেতেছে খেলায়, কখনো আমার বেনীতে দিয়েছে টান।

নিহত জনক, এ্যাগামেনন্‌, কবরে শায়িত আজ।

পিতৃভবনে শুনেছি অনেক চরনের গাথা
লায়ারের তারে হূদয় বেজেছে সুদূর মদির সুরে।
একদা এখানে কত বিদূষক প্রসাদ কুড়িয়ে
হয়েছে ধন্য, প্রধান কক্ষ ফুলে ফুলে গেছে ছেয়ে।

নিহত জনক, এ্যাগামেনন্‌, কবরে শায়িত আজ।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
শামসুর রাহমান- র আরো পোষ্ট দেখুন