এখন আমি ধরতে পারি আকাশ,
হাত বাড়ালেই চাঁদ ছোঁয়া যায়,
মেঘের বাড়ির উঠোনজুড়ে
বিছিয়ে রাখা শীতল পাটি
উল্টে দিয়ে ভিজতে পারি,
তাম্রলিপি পড়তে পারি চশমা ছাড়াই,
ফুঁ দিয়ে ঢেউ তুলতে পারি নীল সাগরে,
হাত দিলে সব কুঁড়িগুলো
ফুল হয়ে যায় বাগানজুড়ে,
এখন আমি পড়তে পারি তোমার দু’চোখ।
তুমি আমার শপথনামায় সই করেছো,
ভয় কি আমার?
আমার সাহস এখন যেন দীর্ঘ সড়ক,
ছাড়িয়ে গেছে হিমালয়ের উচ্চতাকে,
হাত ছোঁয়ালেই ভাঙতে পারি
জমাট পাথর কষ্টগুলো,
মায়াবি প্রেম ডানা মেলে
আমার ভেতর উড়তে থাকে পাখির মতো,
হারিয়ে যাবার ভয় কি আমার?
হাত বাড়ালেই ধরতে পারি ছায়া।