আমাকে শুদ্ধ করো, ধারাপাত ভুলে গেছি মেয়ে
দীর্ঘ কষ্টকাল গ্রাস করে মধুর প্রহর,
জমার খাতায় যত উইপোকা ভালোবাসা খেয়ে
উগলে দিয়েছি পাতে মৃত্যুর কৃষ্ণ-জহর।
সোনার টুকরো ভেবে জ্বলন্ত কয়লা হাতে ধরি
চশমার ঘষাকাচে নেমে আসে গভীর নীরবতা,
আমাকে শুদ্ধ করো, বদলে দাও দেয়ালের ঘড়ি
আমূল পাল্টে দাও সব ভুল-ভ্রান্তির কথা।
ধমনীর রক্তধারা ফেঁপে ওঠে সবকিছু দেখে
মানুষেরই ভুল হয়, তবু ভুল শুধরাতে চাই
আমাকে শুদ্ধ করো, সপ্রাণ তুলে আনো ছেঁকে
অন্ধকার থাবার নিচে আমি যেন বাতি হয়ে যাই।
দু’য়ে দু’য়ে চার হবে, আমি কেন পাঁচ লিখে রাখি?
আমাকে শুদ্ধ করো, শুদ্ধ হোক আগুনের পাখি।