১.
পাগলি কানে কানে বলে
খেয়ে সুখ নেই
পরে সুখ নেই
ঘুমিয়ে সুখ নেই
ওরে—
প্রাণ ভরে গান গাইতে চেয়েছিলাম
গান তো হলো না—
২.
সব দেখে শুনে
নিরাপত্তার খাতিরে
মা আমাকে রেখে গেছেন
বৃদ্ধাশ্রমে
কই
মা আর দেখতে আসেনি
কে বলবে
তুই ভালো আছিস বাবা—
৩.
মন্দিরের গায়ে কেউ আর ভালোবাসা খোদাই করে না
ভালোবাসানিয়া উলকি এঁকে আঁকে বুকে
চিবুকে পিঠে তলপেট নিতম্বে মাংসে
তোমরা যারা দৃশ্য ভালোবাসো
ছবি ভালোবাসি–
এসো
মাংসে আসার আগে
উলকি পেরোও ।