আমি ভুল কোরে তোমার নামকে ভেবেছি আমার।
এতোদিন এই ভুলের ভেতরে, তোমার নামের মধ্যে
রেখেছি আমাকে__ ভুল বুঝতে পারিনি।
তুমি ওই দূর থেকে মৃদু স্বরে যে নামে ডেকেছো,
সে তো তোমারই নাম, তোমাকেই চিহ্নিতকরণ।
অপরের নাম দিয়ে এইভাবে সাজিয়ে নিজেকে
বেড়ে ওঠা মানুষের মানবিক স্বভাবে শরীরে
বলো কতোদিন তবু নিজেকেও ভুলে থাকা যায়।
আমরা তো একদিন মিশে গিয়েছিলাম রক্তে মাংশে মেধায়,
আমাদের দুটো নাম খুলে রাখা ছিলো রোদের উঠানে।
হঠাৎ এলোমেলো বাতাসের পর জেগে উঠে আমি
যে নামটি কুড়িয়ে পেয়েছিলাম সেটি তোমার__
সেই শীতে প্রথম সকালে আমি ওই নামে তোমাকে ডেকেছি।
এইভাবে ভুল কোরে দুজনেই থেকে গেছি কিছুটা দুজনে,
উভয়ের অতি কাছে থেকে গেছি চেতনার মৌলিক শিকড়ে।
ভুলে যাবো ভেবে এতোদূর আসা,
অথচ ভুলে যেতেই ভুলে গেছি___ ভুল বুঝতে পারিনি।।