জলভরা মেঘ চাই যখন খরায়

সবকিছু ডুবে যাক আজ : চেতনা, চিত্রিত নদী,
গৃহস্থের ঘরদোর, ফসলের ক্ষেত, গাছপালা,
ধানী মরিচের টাল, মননের নিধুয়া পাথার…
নদীনালা ব্যেপে চাই আজ অথৈ জলের বিস্তার,
জল চাই জীবনে-যৌবনে_জীবনকে ঘিরে চাই
পরিব্যাপ্ত স্থির জলরাশি_
জল-থৈ-থৈ সি্নগ্ধ শাপলা-শালুকে ভরা
দীঘিটিও চাই;
প্লাবনেও ক্ষতি নেই;
ফসলবিনাশী জল
জানি একদিন খুব ক’রে
আমাদের ক্ষেতে-ক্ষেতে ফসল ফলাবে;
আবেগের সীমা অতিক্রম করে, দ্রুত, ধাবমান
জ-ল-ধা-রা
যায়, ছুটে যায় অপর জলের প্রতি;
জল চাই গৃহস্থের আটচালা ছুঁয়ে
কিচেন গার্ডেনে, চাই অবিরল বৃষ্টিপাত চাই;
নূহের প্লাবন চাই আর স্বাভাবিক
জলের প্রবাহ চাই_
জোয়ার-ভাটার মধ্যে সীমাবদ্ধ
জলে চাই অসীম সবুজ;
ডুবু-ডুবু জল চাই, ডুব-সাঁতারের যোগ্য জল,
জলে-জলে ভেসে যাক দশদিক,
জাহাজডুবির জল চাই বানভাসি চাই_
জলজ শ্যাওলা নয়, তৎপর জলের
এক স্রোতস্বিনী চাই_
কানায়-কানায় নদী চাই যখন খরায়
চিন্তা-চেতনায় প্রগাঢ় বর্ষণ চাই,
বৃষ্টি চাই মেধায়-হৃদয়ে,
দৃষ্টি-অন্ধ-করা বৃষ্টি চাই_
সমস্ত শরীরব্যাপী, চেতনার স্তরে-স্তরে আর
মস্তিষ্কের কোষে-কোষে, হাড়ে ও মজ্জায়
জলের প্রবাহ চাই_হৃদয়ে বর্ষণ;
জলে-জলে আজ নিমগ্ন জীবন চাই_
আমার জীবন ঘিরে চতুর্দিকে স্বচ্ছ জল চাই
জল শুধু জল চাই
জল শুধু জল…

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন