আলোয়-আঁধারে

ঘুম ভেঙে জেগে ওঠে গাঢ় অন্ধকার

প্রগাঢ় ঘুমের থেকে এই জেগে-ওঠা

অর্থময় হয়ে ওঠে নগরে ও গ্রামে!

আড়ে-দিঘে বেড়ে যায় সুচির রজনী,

রজনীর বাড়াবাড়ি মানুষের ঘরে

বেমানান বরাবরই মানুষের চোখে;

চোখগুলি দোষী নয় বরং নির্দোষ

মানুষের চোখ চায় কনে-দেখা আলো!

কোন আলো লাগল তবে মানুষের চোখে?

মানুষীর চোখে জাগে অনন্ত আঁধার!
ভোরের কাগজ : শুক্রবার, ৩ মে ২০১৩ঘুম

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন