তোমার নিমগ্ন অগি্ন

নিস্তব্ধ প্রহর : তোমার নিমগ্ন অগি্ন
এই শাদা চাদরের প্রান্ত বেয়ে উঠে
আসে, অনায়াসে।
দীর্ঘপ্রতীক্ষার কাল :
আমার বুকের হু হু বাতাসের সঙ্গে
লতিয়ে উঠছে রাত্রি; মাঝে-মধ্যে খুব
ক’রে অনুভব করি নিজেরই ভেতরে
উনুনের আঁচ_ গনগনে কয়লার
লালে স্বভাবের সবটুকু উড়ে পুড়ে
নিষিদ্ধ সংস্কৃতি!
মানুষ তো ঝুঁকে থাকে
খুব প্রিয় নগ্ন এক সংলগ্ন সত্তায় :
অপর সত্তাটি_ ততোধিক প্রিয় আর
আবিশ্যকভাবে মগ্ন…
নিমগ্ন আঁচল
আর ঐ উঁচুতে সুডৌল মুখের দিকে
উত্তোলিত উচ্চাকাঙ্ক্ষী আমার দু’হাত
মুগ্ধমূর্তি স্পর্শ করতে বড়োই তৎপর!

তোমার নিমগ্ন অগি্ন আমার দু’চোখে…

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন