তোমার দু’চোখ শুধু জেগে থাকে

তোমার দু’চোখ শুধু জেগে থাকে, অন্য কিছু নয়—
নিভে গেছে সকল প্রদীপ, সভ্যতার সূর্যাস্তের
পর চারদিক বড়বেশি শুনশান—উড়ে গেছে
‘মূল্যবোধ’-নাম্নী সংরক্ষিত গ্রন্থের সকল পাতা—
পৃথিবীর মূল্যবান গ্রন্থগুলি সফেদ কাগজ
ছাড়া আর কিছু নয়—বন্ধুত্বের সর্বশেষ রজ্জু
ছিন্নভিন্ন, বিশ্বস্ত ব্যাংকের ভল্ট থেকে সঙ্গোপনে
উধাও হয়েছে শেষ সোনাদানা, কংক্রিটের শক্ত
বাড়িগুলি লন্ডভন্ড, মুখ থুবড়ে প’ড়ে আছে সব
পথের ওপরে—সবকিছু বিনষ্ট, বিধ্বস্ত, দগ্ধ…
চতুর্দিকে আহাজারি—ধ্বংসযজ্ঞ ঘ’টে গেছে ক্ষুদ্র
এই গ্রহটিতে অকস্মাৎ—আমারও অস্তিত্ব ঘিরে
চারপাশে ঝ’রে যায় হলুদ পত্রালি—সবুজের
সমারোহ নেই—সশব্দে উপড়ে যাচ্ছে গাছপালা
ঘূর্ণিঝড়ে, প্রচণ্ড তাণ্ডবে ছিন্নভিন্ন লতাগুল্ম,
পশু ও শিশুর কান্না একাকার হ’য়ে বাজে কানে,
অনিবার্য অগ্নিকাণ্ড ঘ’টে যাচ্ছে লোকালয়জুড়ে,
সবগুলি গ্রাম আর গৃহস্থের বিন্যস্ত আকাশ,
সব—সবকিছু—লেলিহান শিখার সম্মুখে নত—
ক্ষেত-খামারের থেকে শুরু ক’রে সমুদ্র অবধি
মানুষের দগ্ধ হাতে প’ড়ে দূষিত হয়েছে খুব,
সিংহাসন থেকে শুরু ক’রে তার রান্নাঘর-অব্দি
মানুষ নিজের হাতে, খেলাচ্ছলে, পুড়িয়ে দিয়েছে!
অনিবার্য অগ্নিকাণ্ড ঘ’টে যায় লোকালয়জুড়ে,
অন্য কিছু নয়—জেগে থাকে শুধু তোমার দুচোখ

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৮, ২০১১

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন