সবার জীবনে আছে ভোরবেলা, আমার তা নেই,
আমার অনন্ত রাত্রি, আমার জীবনে কোনো ভোর
নেই_ শুধু রাত্রি, রাত্রি_ আমার বৌয়ের নাম : রাত্রি!
আমার অনন্ত রাত্রি_ রাত্রিই আমার চিরসখী।
এই প্রিয় রাত্রিবেলা খেলা আমি করি অন্ধকারে;
অন্ধকার; আমার আরেক বধূ_ রাত্রির যমজ!
সবার জীবনে আছে ভোরবেলা, আমার তা নেই
ভোর কাকে বলে আমি তা জানি না; আমি অন্ধকারপ্রিয়
আমার রয়েছে রাত_ অন্ধকারে নিমজ্জিত রাত_
তাল তাল অন্ধকার বুকে করে আমি অন্ধকারে
অনন্তবাহিনী ঐ নদীতীরে একটু দাঁড়াবো।