সবুজে ও নীলজলে

যে কথা শোনার জন্যে উৎকর্ণ সবাই

কেউ না কেউ সে কথা বলবেই জানি,

বলতে তাকে হবে-

যে জন অর্জন আজ করেছে যোগ্যতা

দীর্ঘ অনুধ্যানে

সে কথা শুনবে তারা পাহাড়ে-পর্বতে-সমতলে

বসবাস করে যারা অনন্য মানুষ,

অবশ্যই ‘সে’ও ক্রমে পরিণত হবে

‘তিনি’ত্বের মর্যাদায়;

তিনি তো আছেন আমাদেরই মধ্যে

দীনহীন বাস তাঁর দীর্ঘদিন এই

সবুজে ও নীলজলে, সমতটে বরেন্দ্রে ও রাঢ়ে…

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন