ফিরে পেতে চাই

দেশহীন মানুষের আর্তি আমি প্রিয়
বন্ধু আজিজের কণ্ঠে শুনে মোহ্যমান—
জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক দপ্তরের
দায়িত্বে ছিল সে;
সংবেদনশীল বন্ধু আজিজের আর্দ্রকণ্ঠ
আজও আমি শুনতে পাই—
‘একজন মানুষের দেশ থাকতে হয়;’

আনপড় এই আমিও বুঝতে পারি—‘দেশ’
কতটা দরকার, একজন মানুষের!
প্রণম্যা আমার, আমি চাই পিতার স্বপ্নের দেশ—

আমার জীবদ্দশায়
সেই বাঙলাটি আমি চাই;
চর্যাপদের বাঙলা, চণ্ডীদাসের বাঙলা,
রবীন্দ্রনাথের থইথই বর্ষার সেই বাঙলা,
বাঙলার সেই শাশ্বত রূপটি আমি
ফিরে পেতে চাই—
শচীন কর্তার গানের ভেতর দিয়ে
যে অফুরন্ত বাঙলাকে পাই
সেই বাঙলাটি আমি ফিরে পেতে চাই,
জীবনানন্দের রূপসী বাংলা
আমার ফিরে পাওয়া বড়ই দরকার।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন