কখন কার চোখে কোন্ সে আলো লাগে,
বঁধুর জানা আছে?-কারো কি জানা থাকে,
আলোর উৎসটি কোন্ সে দিক থেকে
কার যে চোখে লাগে কেউ কি জানে নাকি?
যদি বা জানা যেতো না হয় তদবির
কিংবা তদারকি মানুষ করে যেতো-
মানুষ অসহায় দৈব অজানা যে!
বঁধুর দুই চোখে কোন্ সে আলো লাগে,
কেউ কি খোঁজ রাখে: বঁধুর সুখ-ব্যথা?
কবিই জানে শুধু বঁধুর মনো-ব্যথা।
বঁধুর দু’নয়নে কোন্ সে শীত-আঁধি
শীত যে নেমে আসে কবির দুই চোখে!।