ভ্রান্তিবিলাস

আমার বাহুতে আছে বৃক্ষ এক সমত্ত সজীব
সর্বক্ষণ পদপ্রান্তে আছে দুই প্রহরী _ কুকুর _
মৃত্তিকার দ্বারা কোনো ক্ষতি সাধিত হবে না; আর,
আমার চোখের হ্রদে আছে সুপেয় পানীয় জল

কিন্তু এক দাবানলে ভস্মীভূত হয়েছে বৃক্ষটি;
কুকুর দু’টির জন্যে অবশিষ্ট রক্ত নেই আর।
কেন যে আমার ইচ্ছে আমাকেই করেছে সম্রাট
যখন করেছে হত্যা দ্রুত জাগা উৎকাঙ্ক্ষা আমার।

কেবল মানুষ দায়ী এর জন্যে _ শুধুই _ মানুষ _
আকাশ কুসুম চাষ সর্বদাই করে যে-মানব।
যা কিছু মনুষ্য-সাধ্য, স্বভাবত, তাই সে করেছে
অনাসৃষ্টি বাড়িয়েছে, তছনছ করেছে সৃষ্টিকে

অনুভবযোগ্য কোনো বৃক্ষ নেই আমার বাহুতে।
পদপ্রান্তে নেই কোনো লেজনাড়া প্রহরী কুকুর,
আঘাত আনতে পারে, মৃত্তিকাও, যে কোনো সময়;
এবং চোখের হ্রদ নিতান্তই আত্ম-প্রবঞ্চনা??

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন