এই তো তোমার স্পষ্ট সমাজ সংসার ঘরদোর,
এই যে তোমার প্রিয় দৃশ্যমান শস্যের প্রান্তর,
হরিৎ পত্রালি আর বহমান লাবণ্যের ধারা,
সুখী গৃহকোণ ঘিরে সবুজের ধারাবাহিকতা
দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসা বিহ্বল বাতাস,
চালবাহী বিদেশি জাহাজ, নীল নাবিকের গলা,
সমতল জলের ওপরে ভাসমান মূল্যবোধ-
তোমার এসব কিছু সুমসৃণ জীবনের দায়।
বিপরীত চিত্রটিও অাঁকা আছে চোখের সম্মুখে।
পদ্মা ও মেঘনাজুড়ে বিস্তারিত জেলেদের জাল,
ছোট ছোট দেশি নৌকো দুলে ওঠে দুরন্ত দোলার
মানুষের শ্রম-রক্ত-ঘাম-অশ্রু অবিরাম ঝরে!
জলের রূপালি শস্য মধ্যস্বত্বভোগীর কবলে
চলে যায়; তীরে ফেরে শূন্য হতে অবসন্ন দেহ –