তারা খুব চেনা লোক

আমি দু’টি লোককে চিনি…
দু’জনই বা বলি কেন… আমি তো অনেক লোককেই চিনি,
ঐ অনেকের মধ্যে আমি মাত্র
দু’জনের কথাই বলবো…
এই দুই ব্যক্তি ভিন্ন রকমের অভিন্ন পথিক,
বাস্তবিক তারা খুব আলাদা আরব;
অথচ পাঁচবার তারা একই মসজিদে এক আল্লাহকে ডাকে!
এ-ছাড়া এদের মধ্যে লক্ষ্যযোগ্য আরো একটি মিল রয়ে গেছে…
এবাদতখানা থেকে বেরিয়েই এরা
একে অপরের দিকে নিষ্ঠীবন ছুঁড়ে
সবেগে প্রস্থান করে দু’জন দুদিকে!

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন