ডাকব না ডাকব না
এমন করে বাইরে থেকে
ডাকব না
পারি যদি – অন্তরে তার ডাক পাঠাব
আনব ডেকে
না না না ডাকব না ডাকব না
এমন করে বাইরে থেকে
দেবার ব্যথা বাজে আমার বুকের তলে
নেবার মানুষ জানিনে তো কোথায় চলে ।।
এ দেওয়া নেওয়ার মিলন আমার ঘটাবে কে
না না না ডাকব না ডাকব না
এমন করে বাইরে থেকে ডাকব না
মিলবে নাকি মোর বেদনা তার বেদনাতে
গঙ্গা ধারা মিশবে নাকি কালো যমুনাতে ।।
আপনি কি সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে ।।
গেল যখন আশার বচন গেছে রেখে
না না না
ডাকব না ডাকব না
এমন করে বাইরে থেকে ডাকব না
পারি যদি – অন্তরে তার ডাক পাঠাব
আনব ডেকে
না না না ডাকব না ডাকব না
এমন করে বাইরে থেকে
Dakbo nah Dakbo nah - Sagor sen